ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

নানিয়ারচরে ইউপিডিএফ’র সশস্ত্র সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
নানিয়ারচরে ইউপিডিএফ’র সশস্ত্র সদস্য গ্রেফতার

রাঙ্গামাটি: রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ) সশস্ত্র সদস্য রনেল চাকমাকে (২৬)  গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। 

বুধবার (০৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের ২৩ জানুয়ারি রাঙ্গামাটি-খাগড়াছড়ি মহাসড়কের ১৮ মাইল কাঁঠালতলী এলাকায় দুর্বৃত্তরা চাঁদা না পেয়ে দুইটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় এবং ট্রাক চালক ও ব্যবসায়ীদের মারধর করে।

ঘটনার পর ইউপিডিএফ’র সশস্ত্র সদস্য রনেল চাকমাকে মূল আসামি করে নানিয়ারচর থানায় মামলা দায়ের করেন ব্যবসায়ীরা। ওই মামলায় তাকে গ্রেফতার করা হলো।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বাংলানিউজকে গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।