ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ফেনসিডিলসহ নারী মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
বগুড়ায় ফেনসিডিলসহ নারী মাদক বিক্রেতা আটক

বগুড়া: বগুড়া শহরের সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ২০ বোতল ফেনসিডিলসহ হেলেনা বেগম (৫০) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাবের একটি দল ওই নারী মাদক বিক্রেতাকে আটক করে। হেলেনা বেগম কাহালু উপজেলার বাতই গ্রামের খোরশেদ আলীর স্ত্রী।

বেলা আড়াইটার দিকে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এমবিএইচ/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।