ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

পাঁচ দফা দাবিতে বরিশালে জেলেদের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
পাঁচ দফা দাবিতে বরিশালে জেলেদের মিছিল জেলা প্রশাসকের কাছে জেলেদের স্মারকলিপি

বরিশাল: জেলেদের মাঝে চাল বিতরণে জেলে প্রতিনিধি অন্তর্ভূক্তসহ ৫ দফা দাবিতে মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন জেলেরা।

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) বেলা ১২টায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির উদ্যোগে বরিশাল নদী বন্দর থেকে একটি মিছিল বের করা হয়।

মিছিলটি হাজী মোহাম্মদ মহসিন মার্কেটের পেছনের গেট হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে জেলে সংগঠন জেলা শাখার সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক বাবুল মীরের নেতৃত্বে জেলে প্রতিনিধিরা জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের নিকট স্মারকলিপি জমা দেন।
 
জেলেদের ৫দফা দাবি হলো-  প্রতি মাসে দরিদ্র জেলেদের মাঝে ৬০ কেজি চাল ও ৬ মাস ২ হাজার করে টাকা দেওয়া, জলমহাল নীতি ২০০৯ সংশোধন ও বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি ছাড়া জেলেদের তালিকা ও ভিজিএফ বিতরণের মাষ্টাররোল গ্রহন না করা, খরা মৌসুমে ও অভিযান চলাকালীন সময়ে সারাদেশে জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা, ত্রাণ বিতরণের পরিপত্র সংশোধন করে মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ৯/১০ পরিপত্র বাস্তবায়ন এবং মৎস আইন সংশোধন করে জরিমানা যাই হোক সাজার পরিমানের ১০ দিনের বেশি না করা ও বাদপড়া জেলেদের পরিচয়পত্র দেওয়া ও  ভূয়া জেলেদের পরিচয়পত্র বাতিল করা,  জলদস্যু ও জলোচ্ছ্বাসে নিহত জেলে পরিবারকে ২ লাখ টাকা দেওয়া এবং মৎস বিভাগের ব্যবস্থাপনায় জেলেদের নামে জীবন বীমা করা।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এমএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।