ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

২৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ চালু

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
২৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ চালু মেরামতকৃত রেলসেতু। ছবি: বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন 

মৌলভীবাজার: শ্রীমঙ্গল-সাতগাঁও রেলস্টেশনের ১৪১ নং সেতুটি মেরামতের পর বৃহস্পতিবার (০৬ এপ্রিল) বিকেল থেকে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু হয়েছে।

প্রবল পাহাড়ি ঢলে সেতুটি দেবে যাওয়ায় বুধবার (০৫ এপ্রিল) বিকেলের পর সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।  

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন বাংলানিউজকে বলেন, মেরামতকৃত সেতুর উপর দিয়ে বৃহস্পতিবার বিকেলে কুশিয়ারা লোকাল ট্রেন সিলেটের উদ্দেশ্যে যাত্রা করার মধ্য দিয়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু হয়।

 

বিলাশ নদীর প্রবল পাহাড়ি ঢলে বুধবার শ্রীমঙ্গল-সাতগাঁও রেলস্টেশনের ১৪১ নং সেতুটির ‘সিসি ক্লিপ’ সরে গিয়ে সেতুর তিনটি পিলার দেবে যায়। তার পরই সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
 
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
বিবিবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।