বৃহস্পতিবার (০৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালয় প্রধান অতিথির বক্তব্যে রাখেন- সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইব্রাহিম হোসেন খান।
এ সময় তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন।
বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মোকাম্মেল এইচ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক, প্রকল্প পরিচালক অধ্যাপক শাহ সূফী মোস্তাফিজুর রহমান, সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলতাফ হোসেন ও ড. গৌরাঙ্গ চন্দ্র মোহান্ত প্রমুখ।
কর্মশালায় চারটি সেশনে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ গবেষকরা প্রবন্ধ উপস্থাপন করেন। কর্মশালায় বিভাগীয় শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
জিপি/বিএস