বৃহস্পতিবার (০৬ এপ্রিল) তাকে ওই এলাকা থেকে আটক করা হয়।
আটক শরীফ গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাবুর এলাকার মো. মোনাব আলীর ছেলে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাদিকুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছায়াবিথী এলাকার ভাড়া বাসায় অভিযান চালিয়ে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ শরীফকে আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে জয়দেবপুর থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই সাদিকুর।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
আরএস/জিপি/বিএস