ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁও বিএডিসিতে অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
ঠাকুরগাঁও বিএডিসিতে অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘট

ঠাকুরগাঁও: নীতিমালা অনুযায়ী শ্রমিকদের নিয়মিতকরণ, বকেয়া বেতন পরিশোধ ও ৪শ’ টাকা হারে দৈনিক মজুরির দাবিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে (বিএডিসি) চলছে অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘট।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর ১২টা থেকে শিবগঞ্জ বিএডিসির শ্রমিকরা কাজ বন্ধ করে গেটের কাছে বিক্ষোভ সমাবেশ পালন করে। এ কারণে বিএডিসি অভ্যন্তরে কোনো গাড়ি ঢুকতে পারেনি।

ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- বিএডিসি সিবিএ নেতা সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, সাদেকুল ইসলাম ও ডাবলু হক প্রমুখ।

বক্তারা অবিলম্বে শ্রমিকদের তিন দফা দাবি মেনে নেওয়ার দাবি জানান। অন্যথায় লাগাতার ধর্মঘটের ডাক দেওয়ার ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।