তিনি আরও বলেন, যারা এ ধরনের কর্মকাণ্ড করছে তাদের সঙ্গে ইসলামের সর্ম্পক নেই। তারা ইসলাম থেকে অনেক দূরে।
ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৬ এপ্রিল) ওলামা-মাশায়েখ মহাসম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপর বিশেষ অতিথির বক্তব্য রাখেন মসজিদের নববীর ইমাম ও খতিব শায়খ ড. আবদুল মহসিন বিন মুহাম্মদ আল কাসিম।
সবাইকে সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার পরামর্শ দেন খুজাইম।
তিনি বলেন, তাদের জন্য জাহান্নাম রয়েছে যারা দেশে শান্তি নষ্ট করে। যারা সন্ত্রাস জঙ্গিবাদের সঙ্গে জড়িত তারা জাহান্নামে যাবে।
তিনি বলেন, একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে হত্যা করে তবে তাকে জাহান্নামের আগুন থেকে কেউ রক্ষা করতে পারবে না। আজকে আমরা দেখছি মুসলমান মুসলমানদের হত্যা করছে, রক্ত প্রবাহিত করছে।
অমুসলিমদের নিরাপত্তা দেয়াও মুসলমানদের দায়িত্ব উল্লেখ করে খুজাইম বলেন, অমুসলিম ব্যক্তিদের হত্যা করা যাবে না। অমুসলিমদের যারা মুসলিম দেশে বাস করে, তাদের জানমালের রক্ষার দায়িত্ব মুসলমানদের ওপর।
সন্ত্রাস বিরোধী লড়াইয়ে সৌদি আরবের উদ্যোগের কথা তুলে ধরে শায়খ ড. মুহাম্মদ বিন নাসির আল খুজাইম বলেন, গোটা বিশ্বের মুসলমানদের উন্নতির জন্য, তাদের ঐক্যবদ্ধ করার জন্য সৌদি বাদশা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সৌদি বাদশার জন্য আপনারা দোয়া করবেন।
তিনি বলেন, বিশ্ব থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ মুক্ত করতে সৌদি আরব সর্বশক্তি নিয়োগ করে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সৌদি নেতৃত্বাধীন সন্ত্রাস বিরোধী জোটের কথা উল্লেখ করে খুজাইম বলেন, সন্ত্রাসীরা কি চায়? এই সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গোটা বিশ্বের মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে। এরা মক্কা-মদিনাতেও হামলা চালিয়েছে।
নববীর ইমাম ও খতিব শায়খ ড. আবদুল মহসিন বিন মুহাম্মদ আল কাসিম উপস্থিত ইমামদের উদ্দেশে বলেন, বিভিন্ন জায়গা থেকে যেসব ইমাম এসেছেন তাদের বলি মানুষকে কিভাবে চরিত্রবান রূপে গড়ে তোলা যায় সে প্রচেষ্টা করবেন।
পরে মুসলিম উম্মাহ ও বিশ্ববাসীর কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন আবদুল মহসিন বিন মুহাম্মদ আল কাসিম। মহাসম্মেলনে সারাদেশ থেকে লক্ষাধিক ওলামা-মাশায়েখ জড়ো হন।
সম্মেলনে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এমইউএম/আরআই