ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ডিমলায় পুলিশ কর্মকর্তার মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
ডিমলায় পুলিশ কর্মকর্তার মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

নীলফামারী: জেলার ডিমলা উপজেলায় পুলিশ কর্মকর্তার মোটর সাইকেলের ধাক্কায় হানিফ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে (৬ এপ্রিল) ডিমলা উপজেলার তিস্তা ক্যানেলের পরিদর্শন সড়কের বাঘের পুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হানিফ উপজেলার খালিশা চাঁপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ও খালিশা চাঁপানী ইউনিয়নের হাজিপাড়া গ্রামের দিনমজুর নুর ইসলামের ছেলে।

পুলিশ জানায়, বাইরে থেকে বাবা বাড়িতে আসার খবর শুনে দৌড়ে হানিফ ছুটে যায়। এ সময় ডিমলা থানার এএসআই জহুvsল ইসলাম মোটরসাইকেল চালিয়ে ওই পথে আসছিলেb। হানিফ বাবার কাছে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলে ধাক্কাW গুরতর আহত হয়। তাকে দ্রুত জলঢাকা উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান হতে মাইক্রোবাসে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকাল সাড়ে ৫টায় তার মৃত্যু হয়।  

নিহত শিশুটির পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থানায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
এমআইএইচ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।