শুক্রবার (৭ এপ্রিল) সকালে আইজিপি মরহুম আজাদের ঢাকার বাসায় এসে তার স্ত্রী সুরাইয়া সুলতানার হাতে অনুদানের এ অর্থ তুলে দেন।
এ সময় র্যাব মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মো. মইনুর রহমান চৌধুরী, এআইজি (কনফিডেন্সিয়াল) মো. মনিরুজ্জামান, এআইজি (ওয়েলফেয়ার) মো. আব্দুল্লাহ হেল বাকী, এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) সহেলী ফেরদৌস ও মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মরহুম লে. কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদ বিপিএম, পিপিএম, ইবি গত ২৫ মার্চ সিলেটের শিববাড়িস্থ পাঠানপাড়ার আতিয়া ভিলায় জঙ্গিবিরোধী অভিযান পরিচালনার সময় জঙ্গিদের নিক্ষিপ্ত বোমার স্প্লিন্টারের আঘাতে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় সিএমএইচ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ২৬ মার্চ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসা শেষে ২৯ মার্চ পুনরায় সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় ৩১ মার্চ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
এএটি/আরআই