শুক্রবার (০৭ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত কলেজ শিক্ষার্থী কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চারগাছ গ্রামের সেলিম হাজারীর মেয়ে।
নিহত কলেজ শিক্ষার্থীর বাবা সেলিম হাজারী জানান, তার মেয়ে খাদিজা এ বছর স্থানীয় চারগাছ এনআই ভূঁইয়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী দিচ্ছিল। তবে কি কারণে তার মেয়ে আত্মহত্যা করেছে সেটি তিনি বুঝে উঠতে পারছেন না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার জানান, একজন কলেজ শিক্ষার্থী কসবা রেল স্টেশনের কাছে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে কী কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন সে সর্ম্পকে কিছু জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ০৭ এপ্রিল, ২০১৭
আরএ