ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
নীলফামারীতে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

নীলফামারী: নীলফামারীতে পুকুর খননের সময় কষ্টি পাথরের একটি বৌদ্ধ মূর্তি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০৭ এপ্রিল) সকালে সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের হরিমন্দিরের পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

প্রত্নতত্ব অধিদপ্তরের রাজশাহী বিভাগের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কষ্টিপাথরের মূর্তিটি দেখেছেন। মূর্তিটি হাজার বছর পূর্বের গৌতম বৌদ্ধের মূর্তি।

এর আগে এ ধরণের আরেকটি কষ্টি পাথরের মুর্তি পাওয়া যায় মুন্সিগঞ্জে। এই মূর্তিটি সংরক্ষণ করা হবে।

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বাংলানিউজকে জানান, সংবাদ পেয়ে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। মূর্তিটি লম্বায় ৭ ইঞ্চি ও প্রস্থে সাড়ে তিন ইঞ্চি।

ইউপি চেয়ারম্যান আমিনুর ইসলাম বাংলানিউজকে জানান, পুকুর খননকালে মাটির মধ্যে থেকে মূর্তিটি বের হয়ে আসে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ