প্রত্নতত্ব অধিদপ্তরের রাজশাহী বিভাগের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কষ্টিপাথরের মূর্তিটি দেখেছেন। মূর্তিটি হাজার বছর পূর্বের গৌতম বৌদ্ধের মূর্তি।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বাংলানিউজকে জানান, সংবাদ পেয়ে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। মূর্তিটি লম্বায় ৭ ইঞ্চি ও প্রস্থে সাড়ে তিন ইঞ্চি।
ইউপি চেয়ারম্যান আমিনুর ইসলাম বাংলানিউজকে জানান, পুকুর খননকালে মাটির মধ্যে থেকে মূর্তিটি বের হয়ে আসে।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
এনটি