বিথীর গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নুরপুর গ্রামে। স্বামী নাসির উদ্দিন ও ছেলে জুনায়েদকে (২) নিয়ে তিনি ধলপুর এলাকায় ভাড়া থাকতেন।
বিথীর স্বামী নাসির জানান, বিকেলে বাসায় কেউ ছিল না। এসময় বিথী রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। বাসায় ফিরে নাসির তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
এজেডএস/আরআর/এএ