শুক্রবার (৭ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম বাংলানিউজকে বলেন, মরিয়ম আশকোনা এলাকায় ফুটপাতে চা বিক্রি করতেন।
এদিকে ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল্লাহ বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ৭টার দিকে ক্যান্টনমেন্ট রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হন। তার পরিচয় এখনও জানা যায়নি।
মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
এজেডএস/আরআইএস/এএ