শুক্রবার (০৭ এপ্রিল) দুপুর ১টার দিকে শার্শার নাভরণ রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। লিটন বাগেরহাট জেলার মোল্লারহাটের নগরকান্দা গ্রামের আয়ুর আলীর ছেলে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, লিটন বাগেরহাট থেকে নাভারণ এসে রেলস্টেশন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল ও গুলি ভর্তি ম্যাগাজিন জব্দ করা হয়।
লিটন পেশায় একজন শীর্ষস্থানীয় আগ্নেয়াস্ত্র বিক্রেতা। একটি ডাকাতি মামলায় তার ১৭ বছর ৫ মাসের সাজা রয়েছে। এছাড়াও একটি হত্যা, দু’টি ধর্ষণ ও একটি বাড়ি পোড়ানো মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে তার নামে।
তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি মনিরুজ্জামান।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
এজেডএইচ/এসআরএস/আরআর/আরআই