ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

দেশ সেরা ক্ষুদে প্রোগ্রামার ১১০ জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
দেশ সেরা ক্ষুদে প্রোগ্রামার ১১০ জন প্রায় একমাস ধরে বাছাইয়ের মাধ্যমে বের হয়ে এলো দেশ সেরা ১১০ জন ক্ষুদে প্রোগ্রামার-ছবি: আনোয়ার হোসেন রানা

ঢাকা: প্রায় একমাস ধরে বাছাইয়ের মাধ্যমে বের হয়ে এলো দেশ সেরা ১১০ জন ক্ষুদে প্রোগ্রামার। যাদের মধ্যে চারজন যাবে তেহরানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে।

গত ৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে ক্ষুদে প্রোগ্রামার বাছাই কার্যক্রম ‘হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৭’ আঞ্চলিক পর্যায়ে সম্পন্ন করে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্ত বিভাগ (আইসিটি)। এতে বিভিন্ন ক্যাটাগরিতে বাছাই করা হয় এক হাজার দুইশ’জন শিক্ষার্থীকে।

শুক্রবার (০৭ এপ্রিল) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে অনুষ্ঠিত হয় জাতীয় পর্যায়ে চূড়ান্ত বাছাই প্রতিযোগিতা। সেখান থেকে দেশ সেরা ১১০ জন ক্ষুদে প্রোগ্রামারকে বেছে নেয়া হয়। এদের মধ্যে সাতজনকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিচার কাজের জন্য ব্যবহার করা হয়েছে দেশে তৈরি আন্তর্জাতিক জাজ ইঞ্জিন কোড মার্শাল।

বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে মেডেল, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন আইসিসি বিভাগের মন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মো. হারুনুর রশিদ প্রমুখ। প্রায় একমাস ধরে বাছাইয়ের মাধ্যমে বের হয়ে এলো দেশ সেরা ১১০ জন ক্ষুদে প্রোগ্রামার-ছবি: আনোয়ার হোসেন রানাস্কুল পর্যায় থেকে শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে উৎসাহিত করতে ১৬টি আঞ্চলিক পর্যায়ে ও উপজেলা পর্যায়ে তিনটি প্রতিযোগিতার আয়োজন করে আইসিটি বিভাগ। যশোর, খুলনা, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট, গোপালগঞ্জ, পটুয়াখালী, পাবনা, রাজশাহী, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও বরিশালসহ ১৬টি জেলা ও তিনটি উপজেলায় (সৈয়দপুর, সিংড়া ও আনোয়ারা) আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রায় ২০ হাজার শিক্ষার্থী। এদের মধ্যে বিজয়ী এক হাজার দুইশ’ জন শিক্ষার্থীকে নিয়ে শুক্রবার ঢাকার খামারবাড়ির কেআইবিতে অনুষ্ঠিত হয়েছে চূড়ান্তপর্ব। এটা দেশের তৃতীয় হাইস্কুল প্রোগামিং প্রতিযোগিতা।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
ইইউডি/এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ