শুক্রবার (০৭ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। জুলেখা বেগম কালাপাকুজ্জা ইউনিয়নের ছালামপুর গ্রামের জয়নাল আবেদিনের স্ত্রী।
পুলিশ জানায়, দুপুরে জুলেখা বেগম ও তার স্বামী তাদের মাটির ঘরের দেয়াল সংস্কার করছিলেন। এসময় মাটির দেয়াল ধসে স্বামী-স্ত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুলেখা বেগমকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শফিউজ্জামান বাংলানিউজকে জানান, হাসপাতালে নিয়ে আসার আগে জুলেখা বেগমের মৃত্যু হয়। তার স্বামী জয়নাল আবেদিনকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
লংগদু থানার উপ-পরিদর্শক (এসআই) মুসাদ্দেকুল মাওলা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
এনটি/এসএনএস