ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জের হাওরে বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
সুনামগঞ্জের হাওরে বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ সুনামগঞ্জের হাওরে বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ

সুনামগঞ্জ: সুনামগঞ্জের হাওরগুলোতে দিন দিন বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। কয়েক দিন আগেও প্রায় ৮০ হাজার হেক্টর জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। বর্তমানে তা বেড়ে দাড়িয়েছে এক ল‍াখ এক হাজার হেক্টরে।

শুক্রবার (০৭ এপ্রিল) জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বিরামহীন অতি বৃষ্টি হওয়ায় হাওর রক্ষাবাঁধ ভেঙে যাওয়া ও জলাবদ্ধতার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে।

এদিকে, কিছু হাওরের সুরমা নদীর সঙ্গে সংযোগ থাকার কারণেও নদীর পানি ঢুকছে হাওরে।

স্থানীয় কৃষকরা জানান, হাওর রক্ষাবাঁধের কাজ সঠিক সময়ে হলে কৃষকদের এতো বড় ক্ষতির সম্মুখীন হতে হতো না। ঠিকাদার সামান্য কাজ করেই বাঁধের কাজ করেই বন্ধ করে দিয়েছেন। আর এজন্য বাঁধ দুর্বল হওয়ার ফলে বৃষ্টিতে ভেঙে গিয়ে হাওরে পানি ঢুকে ধান তলিয়ে গেছে।

জেলা কৃষি অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আব্দুল হালিম বাংলানিউজকে বলেন, দিন দিন জমির ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। যে জমিতে ধান গাছের গোড়ায় পানি রয়েছে সেগুলোও নষ্ট হয়ে যাবে। কারণ, ধান গাছের গোড়ায় পচন ধরে গেছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
এনটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ