শুক্রবার (০৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়। আটকরা হলেন রাজশাহীর শিরোইল মাছুয়াপাড়া এলাকার মৃত নাসির উদ্দিনের স্ত্রী রিনা (৪৫) ও টাঙ্গাইল সিন্দুয়া এলাকার রফিকুল (৪৫)।
বিকেলে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মোস্তফা জামান, গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সিল্কিসিটি এক্সপ্রেস ট্রেনে তারা অভিযান চালান। এ সময় সন্দেহভাজনদের দেহ তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ী রিনার কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা ও একই সঙ্গে রফিকুলের কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। পরে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
এসএস/এএটি/আরআই