শুক্রবার (০৭ এপ্রিল) বিকেলে জেলা মহিলা লীগ কর্তৃক কমিটি অনুমোদিত হওয়ার পর উপজেলা ছাত্রলীগ যুবলীগ ও প্রস্তাবিত মহিলা লীগের নেতারা বিক্ষোভে ফেটে পড়েন।
পরে কমিটি প্রত্যাখান করে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ছাত্রলীগের সভাপতি জুমান তালুকদার, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সজিব, কলেজ শাখার সভাপতি ফরহাদ রেজা, যুবলীগের আহ্বায়ক মারুফ সিদ্দিকী, সাবেক মহিলা লীগের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা কন্যা জাহানারা বেগম, প্রস্তাবিত মহিলা লীগের সভাপতি তাহামিনা আক্তার পাখি।
এসময় বক্তরা বলেন, মহিলা লীগের সভাপতি শাহিনা বেগমের বাবা একজন চিহ্নিত যুদ্ধাপরাধী। তার বিরুদ্ধে জামালপুরে কোর্টে একটি মামলা রয়েছে। মৃত্যুজনিত কারণে তার বাবার মামলাটি খারিজ হয়ে যায়। এমন যুদ্ধাপরাধীর সন্তানকে কোনোভাবেই আওয়ামী লীগ মেনে নেবে না।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
এনটি/এসএনএস