ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে উপজেলা মহিলা লীগের কমিটি প্রত্যাখ্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
বকশীগঞ্জে উপজেলা মহিলা লীগের কমিটি প্রত্যাখ্যান

জামালপুর: মহিলা লীগের সভাপতি চিহ্নিত রাজাকারের সন্তান হওয়ায় অনুমোদিত কমিটি প্রত্যাখান করেছে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগসহ সব অঙ্গ সংগঠন।

শুক্রবার (০৭ এপ্রিল) বিকেলে জেলা মহিলা লীগ কর্তৃক কমিটি অনুমোদিত হওয়ার পর উপজেলা ছাত্রলীগ যুবলীগ ও প্রস্তাবিত মহিলা লীগের নেতারা বিক্ষোভে ফেটে পড়েন।

পরে কমিটি প্রত্যাখান করে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

বিক্ষোভ মিছিলটি মালীবাগ মোড় থেকে শুরু হয়ে বকশীগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ছাত্রলীগের সভাপতি জুমান তালুকদার, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সজিব, কলেজ শাখার সভাপতি ফরহাদ রেজা, যুবলীগের আহ্বায়ক মারুফ সিদ্দিকী, সাবেক মহিলা লীগের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা কন্যা জাহানারা বেগম, প্রস্তাবিত মহিলা লীগের সভাপতি তাহামিনা আক্তার পাখি।

এসময় বক্তরা বলেন, মহিলা লীগের সভাপতি শাহিনা বেগমের বাবা একজন চিহ্নিত যুদ্ধাপরাধী। তার বিরুদ্ধে জামালপুরে কোর্টে একটি মামলা রয়েছে। মৃত্যুজনিত কারণে তার বাবার মামলাটি খারিজ হয়ে যায়। এমন যুদ্ধাপরাধীর সন্তানকে কোনোভাবেই আওয়ামী লীগ মেনে নেবে না।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
এনটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ