ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

জসিম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
জসিম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গ্রেফতার দৌলত হোসেন মেম্বার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার গোপচর এলাকায় ব্যবসায়ী জসিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি দৌলত হোসেন মেম্বারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শুক্রবার (৭ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  
 
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর জানান, গত ২৩ ডিসেম্বর গোপচর বড় মসজিদ এলাকার সিমেন্ট ও ট্রান্সপোর্ট ব্যবসায়ী জসিমকে নারায়ণগঞ্জ সদর উপজেলার চর সৈয়দপুর গ্রামের সাবেক মেম্বার দৌলত হোসেন ডেকে নিয়ে যান।

পরে ২৭ ডিসেম্বর দৌলত মেম্বারের মালিকানাধীন সম্রাট ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেডার্স অফিসে জসিমকে হত্যা করে লাশ গুমের চেষ্টা কর‍া হয়।  

ওই ঘটনায় নিহতের স্ত্রী ময়না বেগম বাদী হয়ে সদর মডেল থানায় হত্যা মামলা করেন। মামলাটি পরে ডিবিতে স্থানান্তর করা হয়। গত ৫ মার্চ মামলার দ্বিতীয় আসামি দৌলত মেম্বারের ছেলে কাশেমকে ঢাকার চকবাজার এলাকা হতে গ্রেফতার করা হয়।  

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭ 
আরআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ