শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এক আন্তর্জাতিক সেমিনারে এ অভিমত তুলে ধরেন তিনি।
‘পারমাণবিক অস্ত্র মুক্ত বিশ্ব’ শীর্ষক এ সেমিনার যৌথভাবে আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ‘পার্লামেন্টারিয়ান্স ফর নিউক্লিয়ার নন-প্রোলিফারেশন অ্যান্ড ডিজারমামেন্ট (পিএনএনডি)’।
উপাচার্য বলেন, পারমাণবিক অস্ত্রের বিস্তাররোধ এবং পারমাণবিক নিরস্ত্রীকরণের লক্ষ্যে সংসদ সদস্যদের অব্যাহতভাবে যৌক্তিক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। শক্তিধর দেশসমূহের সংঘাতের কারণে ভবিষ্যত পৃথিবী যেন ধ্বংস না হয়, এজন্য পারমাণবিক অস্ত্রের পূর্ণাঙ্গ নিরস্ত্রীকরণ প্রয়োজন। শুধু আমাদের আঞ্চলিক নিরাপত্তার স্বার্থেই নয়, বরং সমগ্র বিশ্বের নিরাপত্তার স্বার্থে পারমাণবিক নিরস্ত্রীকরণ করতে হবে।
এ সময় তিনি সব মানুষের খাদ্য, নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে অবশ্যই আমাদের পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা বন্ধ করার আহ্বান জানান বিশ্ব নেতাদের প্রতি।
সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পিএনএনডি’র প্রধান সমন্বয়কারী এলান আয়ার, বাংলাদেশের সাংসদ মঈন উদ্দিন খান বাদল, নিউজিল্যান্ডের সংসদ সদস্য মাথ রবসন, ভারতের সংসদ সদস্য মণি শংকর আয়ার এবং যুক্তরাজ্যের পিএনএনডি’র উপদেষ্টা লি সিম।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
এসকেবি/আরআইএস/এমজেএফ