শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে জেলা সদরের আলাদীপুর এলাকার রাজবাড়ী জুট মিলে এ দুর্ঘটনা ঘটে। অমর দাস ফরিদপুর জেলার সালথা উপজেলার রামকান্তপুর গ্রামের মিন্টু দাসের ছেলে।
জুট মিলের ম্যানেজার (প্রশাসন) সৈয়দ হারুন-অর-রশিদ বাংলানিউজকে জানান, সন্ধ্যায় অমর দাস স্প্রেডার মেশিনে কাজ করছিলেন। এসময় তার বাম পা মেশিনে আটকে গেলে ফায়ার সার্ভিস অফিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অমরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর স্প্রেডার মেশিন কেটে অমর দাসকে উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
এনটি