ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে জুট মিলের মেশিনে পা আটকে শ্রমিক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
রাজবাড়ীতে জুট মিলের মেশিনে পা আটকে শ্রমিক আহত

রাজবাড়ী: রাজবাড়ীতে জুট মিলের স্প্রেডার মেশিনে পা আটকে অমর দাস (২৫) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে জেলা সদরের আলাদীপুর এলাকার রাজবাড়ী জুট মিলে এ দুর্ঘটনা ঘটে। অমর দাস ফরিদপুর জেলার সালথা উপজেলার রামকান্তপুর গ্রামের মিন্টু দাসের ছেলে।

জুট মিলের ম্যানেজার (প্রশাসন) সৈয়দ হারুন-অর-রশিদ বাংলানিউজকে জানান, সন্ধ্যায় অমর দাস স্প্রেডার মেশিনে কাজ করছিলেন। এসময় তার বাম পা মেশিনে আটকে গেলে ফায়ার সার্ভিস অফিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অমরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর স্প্রেডার মেশিন কেটে অমর দাসকে উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ