ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

নান্দাইলে ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তি প্রস্তর স্থাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
নান্দাইলে ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তি প্রস্তর স্থাপন নান্দাইলে ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তি প্রস্তর স্থাপন। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (০৭ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

পরে এক সমাবেশে প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান।

এ সময় স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন তুহিন সমাবেশে বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়ে নান্দাইলে রেকর্ড উন্নয়ন সাধিত হয়েছে। এ ধারাবাহিকতা ধরে রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ারও আহ্বান জানান তিনি।

প্রধান বক্তার বক্তৃতায় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান বলেন, প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার উন্নয়নে বিশ্বাসী। নান্দাইলে বর্তমান সরকারের শাসনামলে যে উন্নয়ন হয়েছে তা অতীতের কোনো সরকার করতে পারেনি। পরিকল্পিত উন্নয়নের গতিধারায় বদলে গেছে নান্দাইল।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
এমএএএম/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ