মুমূর্ষু অবস্থায় আমানউল্লাক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।
মৃত আমানউল্লার ছেলে আমিনুল ইসলাম জানান, তারা আজিমপুর নিউ পল্টন রোড এলাকায় নিজ বাড়িতে থাকেন।
তিনি জানান, নিউমার্কেট থেকে বাবার জন্য ২টি শার্ট কিনে বাসায় ফিরে এসে দেখি ৫তলা বাড়ির নিচতলায় বাবা ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন।
দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাবার মানসিক সমস্যা ছিল বলে জানিয়েছেন ছেলে আমিনুল।
মৃত ব্যক্তির নিকট আত্মীয় মনির আহমেদ জানান, ঠিকাদারী ব্যবসায় আমানের অনেক টাকা ক্ষতি হয়েছে। এ কারণে সে (আমানউল্লা) আত্মহত্যা করতে পারে।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
এজেডএস/জেডএস