ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
গাজীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রনি মিয়া (১৭) নামের এক কিশোর নিহত হয়েছেন। নিহত রনি মিয়া উপজেলার মুনসেফপুর এলাকার জালাল উদ্দিনের ছেলে। 

শুক্রবার (০৭ এপ্রিল) দিনগত রাত ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার আড়িখোলা এলাকায় শ্রমিক কলেজের সামনে টঙ্গী-ঘোড়াশাল সড়কে এ ঘটনা ঘটে।  

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হক জানান, আড়িখোলা এলাকায় একটি ফার্নিচারের দোকানে কাজ করতো রনি মিয়া।

রাত ১০টার দিকে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে ওই এলাকায় শ্রমিক কলেজের সামনে পৌঁছালে টঙ্গীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে যান।  

এসময় রনির সঙ্গে থাকা রিফাত (১৫) নামের এক কিশোর আহত হয়। আহত রিফাত একই এলাকার শিপন মিয়ার ছেলে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুলতান মাহমুদ জানান, রাত সাড়ে ১০টার দিকে রনি মিয়াকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। পরে পরিবারের লোকজন মরদেহ নিয়ে যান।  

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ