নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার (০৭ এপ্রিল) শহরের পূর্ব চকপাড়া থেকে কৌশলে তাকে আটক করেন।
মাদক ব্যবসায়ী আলমগীর প্রয়াত নুরুল ইসলামের ছেলে।
পুলিশ সুপার ছানোয়ার বাংলানিউজে জানান, আটকের সময় আলমগীরের কাছ থেকে ২৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আলমগীরের বিরুদ্ধে এর আগেও একটি চুরিসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নয়টি মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
জেডএস