ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ২ মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
ঝিনাইদহে ২ মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের ধানক্ষেত থেকে দুই মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৮ এপ্রিল) সকালে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন-ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ার আব্দুল মজিদের ছেলে মফিজ উদ্দিন (২৭) ও একই এলাকার কোরবান আলী শেখের ছেলে মানিক হোসেন (১৮)।

তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, সকালে তেতুলবাড়ীয়া গ্রামের ধানক্ষেতে তাদের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে তিন প্যাকেট ইয়াবা ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। মফিজ ও মানিক দীর্ঘদিন ধরে শহরে মাদক ব্যবসা করে আসছিলেন। তাদের নামে ঝিনাইদহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।


বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এসএম/জেডএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ