ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

চৌকস দলের সালাম-সঙ্গীতে গার্ড অব অনার হাসিনাকে

মাহমুদ মেনন, হেড অব নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২১ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
চৌকস দলের সালাম-সঙ্গীতে গার্ড অব অনার হাসিনাকে গার্ড অব অনার গ্রহণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি ভবন (নয়াদিল্লি) থেকে: নয়াদিল্লি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিন বাহিনীর চৌকস দল আর বাদক দলের এক চমৎকার গার্ড অব অনারের মধ্য দিয়ে অতিথিকে বরণ করে নিলো ভারত। দেশটির প্রথা মেনে সে গার্ড অব অনার দেওয়া হলো রাষ্ট্রপতি ভবনের সম্মুখ চত্বরে। 

সকালের সূর্য চকচকে আলো ফেলে লাল রঙা ভবনটিকে তখন করে তুলেছে অনেক উজ্জ্বল। আগে থেকেই প্রস্তুত প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অশ্বারোহী দল।

 

প্রস্তুত জলপাই রঙা পোশাকে সেনাবাহিনীর, সাদা পোশাকে নৌ-বাহিনী আর কালো ও আকাশি রঙের উর্দিতে বিমানবাহিনীর সদস্যরা। আরও প্রস্তুত সাদা ও নেভি-ব্লু পোশাকে বাদক দল।  

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পৌঁছে যান ৯টা বাজার ৫ মিনিট আগে। মিষ্টি গোলাপি রঙের কোট, সাদা পাজামা-পাঞ্জাবিতে। অপেক্ষা করছিলেন শেখ হাসিনার আগমনের।  

ঘড়ির কাঁটায় যখন ৯টা বেজে ৭ মিনিট, তখন দূর থেকে হাঁক শোনা গেলো। কমান্ডার চিৎকার করে ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের। একটু পরেই ফোর কোর্টে দেখা গেলে অশ্বারোহী বেষ্টিত হয়ে ঢুকলো প্রধানমন্ত্রীর গাড়ি। এগিয়ে গেলেন নরেন্দ্র মোদি। তাকে স্বাগত জানিয়ে নিয়ে এলেন চত্বরের দিকে।  

লাল-গালিচা বিছানো পথে হেঁটে একা মঞ্চের দিকে এগিয়ে গেলেন শেখ হাসিনা। দৃপ্ত পায়ে। মঞ্চে উঠে দুই হাত মুষ্টিবদ্ধ হয়ে ভবনের দিকে মুখ করে দাঁড়ালেন। সামনে চৌকস বাহিনী। মঞ্চের দুই দিকে পতপত উড়ছে লাল সবুজ আর তেরঙা পতাকা।  

এরপর যন্ত্রে বেজে উঠলো ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি...। ’ যন্ত্র তার ঢাকের তালে তালে বাজলো সে সুর। পুরো জাতীয় সঙ্গীতই বাজানো হলো বাজনার তালে। এরপর শুরু হলো ‘জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা...। ’

জাতীয় সঙ্গীত বাজানো শেষ হলে কৃপাণ উঁচিয়ে সালাম জানালেন কমান্ডার। আর শেখ হাসিনাকে আমন্ত্রণ জানালেন গার্ড পরিদর্শনের। মঞ্চ থেকে নেমে এগিয়ে গেলেন শেখ হাসিনা। বাদ্যের তালে তালে দৃপ্ত পায়ে। বাক পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাল্টালো বাদ্যের ধরন। একে একে সব বাহিনীর গার্ড পরিদর্শন শেষ করলেন শেখ হাসিনা।  

এরপর দ্রুত পায়ে এগিয়ে গেলেন দর্শক সারির দিকে। নরেন্দ্র মোদি আগেই গিয়ে সেখানে বসেছেন। শেখ হাসিনা সেখানে এগিয়ে গেলে মোদি উঠে উপস্থিত তার সরকারের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এদের মধ্যে ছিলেন রাষ্ট্রপতির সামরিক সচিব জিতেন্দ্র সিং, পল্লী উন্নয়নমন্ত্রী রাম ক্রিপাল যাদব, বিদ্যুৎমন্ত্রী পিযুষ গোয়েল, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ গঙ্গারাম আহির, দিল্লির গভর্নর অনিল বাইজাল, পররাষ্ট্র সচিব জয়শঙ্কর, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাসহ অন্যরা।  

এরপর সারিতে দাঁড়ানো বাংলাদেশি অতিথিদের সঙ্গে নরেন্দ্র মোদির পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদের মধ্যে ছিলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, নজীব আহমেদ ও মানু মজুমদার, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক প্রমুখ।  

পরিচয় পর্ব শেষ করে গালিচার শেষ প্রান্তে অবস্থান নেওয়া মিডিয়া কর্মীদের দিকে এগিয়ে যান দুই প্রধানমন্ত্রী। হাত নেড়ে তারা শুভেচ্ছা জানান। এর মধ্য দিয়েই শেষ হয় গার্ড অব অনারের কর্মসূচি।  

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭/আপডেট ১৩২৩ ঘণ্টা
এইচএ/এমএমকে/

আরও পড়ুন
** গান্ধীজি অনুপ্রেরণা প্রতীক, লিখলেন হাসিনা
** আজ আনুষ্ঠানিক অভ্যর্থনা, একান্ত বৈঠক ও চুক্তি স্বাক্ষর
**হাসিনার সঙ্গে সুষমা স্বরাজের সাক্ষাৎ
** প্রণব-মোদি-সোনিয়াদের জন্য ঝুড়ি ঝুড়ি উপহার হাসিনার
** আমি অভিভূত, বললেন প্রধানমন্ত্রী
** সম্পর্ক নতুন উচ্চতায় নিতে দৃঢ়প্রতিজ্ঞ মোদি
** দিল্লিতে হাসিনার আগমনে মোদির চমক
** তিস্তা চুক্তির বিষয়ে আশাবাদী শেখ হাসিনা

** দিল্লিতে হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন মোদি
** নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী
** হাসিনার শহীদ সম্মাননা তালিকায় অংশুয়ার বদলে সুগন সিং

** প্রধানমন্ত্রীকে নিয়ে দিল্লির পথে ডানা মেললো আকাশপ্রদীপ​
** দু’দেশের বন্ধুত্ব নতুন উচ্চতায় নেবে হাসিনার সফর
** ৬ মন্ত্রী ২৫ সচিবসহ ৩৫১ সফরসঙ্গী প্রধানমন্ত্রীর

**ভারতীয় ৭ শহীদের স্বজনদের ক্রেস্ট দেবেন প্রধানমন্ত্রী
** গুরুত্বপূর্ণ সফরে শুক্রবার দিল্লি যাচ্ছেন হাসিনা 
** মমতা রাজি না হলে কেন্দ্রের সিদ্ধান্তে রফা তিস্তা ইস্যুর
** তিস্তায় কত জল!
** শেখ হাসিনার আগমন ঘিরে নয়াদিল্লিতে সাজ সাজ রব
** শহীদ সম্মাননা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য বাংলায়
** সোনিয়ার সঙ্গে রাহুলও আসছেন হাসিনা সাক্ষাতে

** ‘তিস্তার পানিবণ্টন চুক্তি অসম্ভব নয়’
**তিস্তা চুক্তির বিষয়ে আশাবাদী শেখ হাসিনা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ