ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

পুলিশে চাকরিতে তদবিরকে ‘না’ এসপি’র

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
পুলিশে চাকরিতে তদবিরকে ‘না’ এসপি’র এসপি সৈয়দ নুরুল ইসলাম

ময়মনসিংহ: পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের পরীক্ষা। চাকরিপ্রত্যাশীরা ভিড় করছেন প্রভাবশালীদের দুয়ারে। বসে নেই তারাও। তাদের কারও তদবিরের তালিকা দীর্ঘ। আবার কারওটা বেশ সংক্ষিপ্ত। তবে যে করেই হোক চূড়ান্ত তালিকায় প্রত্যেকের পছন্দের প্রার্থীর নাম-রোল থাকা চাই! 

প্রার্থী মনোনয়নের প্রতিযোগিতায় কোটাভিত্তিক তদবিরের সংখ্যাও নেহায়েত কম নয়। মৌসুমী তদবিরবাজরাও বাণিজ্য করতে সময়ে-অসময়ে বারবার বিরক্ত করতেও ছাড়ছেন না জেলার দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদের।



অবশ্য তাদের তদবির কৌশল প্রভাবশালীদের মতো তালিকা-নির্ভর নয়। তাদের কণ্ঠে বরং অনুরোধের সুর!
এমন বাস্তবতায় ময়মনসিংহ পুলিশে ৩৬০ কনস্টেবল পদের বিপরীতে আবেদন জমা পড়েছে প্রায় কয়েক হাজার। তদবিরের তোড়ে ‘শ্যাম রাখি না কুল রাখি’ অবস্থার মুখোমুখি হতে হচ্ছে পুলিশের বড় কর্তাদের।  


তবে এমন তদবিরে সাফ ‘না’ বলে দিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম। তিনি একইসঙ্গে জানিয়ে দিয়েছেন, অসদুপায় অবলম্বনকারীরা ‘অযোগ্য’ হিসেবেই বিবেচিত হবে। পুলিশের ভাবমূর্তি ঠিক রাখতেই এ পুরো নিয়োগ প্রক্রিয়া হবে সম্পূর্ণ স্বচ্ছ।
শিক্ষাগত যোগ্যতা, শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবলমাত্র মিলবে চাকরি— জানাচ্ছেন তিনি।  


শনিবার (৮ এপ্রিল) সকাল থেকে জেলা পুলিশ লাইন্স মাঠে নারী ও পুরুষ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা শুরু হয়েছে। এবার নেওয়া হচ্ছে ৩৬০ জন সদস্য।  

এদের মধ্যে পুরুষ ৩০৬ আর মহিলা ৫৪ জন। কিন্তু আবেদন পড়েছে কয়েক হাজার।  

সূত্র মতে, গত ক’দিন ধরেই নিয়োগে ভাগ বসাতে উঠে-পড়ে লেগেছেন প্রভাবশালীরা। পছন্দের প্রার্থীদের তালিকা পাঠিয়ে দিয়েছেন নিয়োগ কমিটির চেয়ারম্যানের টেবিলে। তদবিরবাজদের কেউ কেউ আবার স্বশরীরে এসেও ধর্ণা দিয়েছেন।  

ঢাকা ও ময়মনসিংহের সরকার দলীয় প্রভাবশালী রাজনীতিকদের পাশাপাশি বিভিন্ন পেশার লোকজনও তদবিরে নেমেছেন। এ নিয়ে নিজেদের মধ্যে শুরু হয়েছে প্রতিযোগিতা।

সূত্র জানায়, পড়াশোনা জানা, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেন এমন প্রার্থীদেরই যোগ্যতার ভিত্তিতে বাছাই করার পক্ষে জেলা পুলিশ।
ময়মনসিংহ সফরকালে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও বলেছেন, আগের পুলিশ আর এখনকার পুলিশ এক নয়।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুলিশ এখন অনেক বেশি আধুনিক, দক্ষ, অভিজ্ঞ এবং দেশের জন্য জীবনবাজি রাখতে প্রস্তুত।


মন্ত্রীর এ বক্তব্য থেকেও স্পষ্ট হয়, কেবল তদবিরের জোরে অযোগ্যদের কনস্টেবল পদে নিয়োগ দেওয়ার দিন শেষ। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো যোগ্যতা সম্পন্নদেরই চাকরি মিলবে।
তদবির বা আর্থিক লেনদেনে পুলিশের চাকরি নয়, বরং স্বচ্ছভাবেই নিয়োগ সম্পন্ন করার ইঙ্গিত দিয়ে গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে এসপি ময়মনসিংহ নামে ফেসবুক আইডি থেকে একটি প্রচারণা বিজ্ঞপ্তি ছাড়েন জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম।
সেখানে তিনি স্পষ্ট ভাষায় লেখেন— কেবল বাছাই ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধা ও কোটার ভিত্তিতে নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীরাই চাকরির জন্য বিবেচিত হবেন।
কোনো প্রকার তদবির, আর্থিক লেনদেন, অসদুপায় অবলম্বনকারী প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে। প্রার্থীদের কারও সঙ্গে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
এ বিজ্ঞপ্তির শেষ প্যারায় এসপি উল্লেখ করেছেন— সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষতার সঙ্গে অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত হবেন।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এমএএএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ