বিশাল চত্বরে ঢোকার আগেই পায়ের জুতো খুলে রাখলেন শেখ হাসিনা। এরপর এগিয়ে গেলেন সমাধির মূল বেদির দিকে।
পাশেই ঝুড়ি ভরা গোলাপের পাপড়ি। তা থেকে দুই আজলা ভরে তুলে নিলেন অসংখ্য ফুলের পাপড়ি। আর ধীরে ধীরে তা ছড়িয়ে দিলেন বেদির ওপর আগে থেকেই সাদা ফুলে ঢাকা গালিচায়। শ্রদ্ধার এক অনন্য প্রকাশ। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরাও ফুল দিলেন। তাতে ধীরে ধীরে গোলাপী পাপড়িতে ছেয়ে গেল বেদি।
বেদির পাশে শিখা অনির্বাণ... সারাক্ষণই জ্বলছে।
কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন প্রধানমন্ত্রী। অতঃপর এগোলেন ফেরার পথে। দরজার কাছেই দর্শনার্থী বই। তাতে বসে দীর্ঘ মন্তব্য লিখলেন শেখ হাসিনা। প্রথমে ইংরেজিতে, পরে গোটা গোটা অক্ষরে বাংলায়।
তাতে তিনি ‘গান্ধীজি অনুপ্রেরণার প্রতীক’ বলেই উল্লেখ করলেন। আর স্মরণ করলেন তার অহিংস ও অসহযোগ আন্দোলনের কথা।
এরপর শেখ হাসিনাকে ‘মাইন্ড অব মহাত্মা গান্ধী’সহ গান্ধীর ওপর লেখা তিনটি বই উপহার দেওয়া হলো সমাধি রক্ষকদের পক্ষ থেকে। আরও তুলে দেওয়া হলো ছোট্ট একটি সুতোকাটার চরকা।
সমাধিস্থল থেকে বেরিয়ে তিনি রাজঘাট থেকে রাষ্ট্রপতি ভবনের পথ ধরলেন। সেখানে খানিকটা বিশ্রাম নিয়ে দুপুরে যোগ দেবেন হায়দ্রাবাদ হাউজের কর্মসূচিতে। সেখানে বাংলাদশ ও ভারতের মধ্যে শনিবারই (৮ এপ্রিল) স্বাক্ষরিত হবে ৩০টিরও বেশি চুক্তি।
বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এইচএ/এমএমকে
আরও পড়ুন
** শেখ হাসিনাকে গার্ড অব অনার নয়াদিল্লিতে
** আজ আনুষ্ঠানিক অভ্যর্থনা, একান্ত বৈঠক ও চুক্তি স্বাক্ষর
**হাসিনার সঙ্গে সুষমা স্বরাজের সাক্ষাৎ
** প্রণব-মোদি-সোনিয়াদের জন্য ঝুড়ি ঝুড়ি উপহার হাসিনার
** আমি অভিভূত, বললেন প্রধানমন্ত্রী
** সম্পর্ক নতুন উচ্চতায় নিতে দৃঢ়প্রতিজ্ঞ মোদি
** দিল্লিতে হাসিনার আগমনে মোদির চমক
** তিস্তা চুক্তির বিষয়ে আশাবাদী শেখ হাসিনা
** দিল্লিতে হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন মোদি
** নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী
** হাসিনার শহীদ সম্মাননা তালিকায় অংশুয়ার বদলে সুগন সিং
** প্রধানমন্ত্রীকে নিয়ে দিল্লির পথে ডানা মেললো আকাশপ্রদীপ
** দু’দেশের বন্ধুত্ব নতুন উচ্চতায় নেবে হাসিনার সফর
** ৬ মন্ত্রী ২৫ সচিবসহ ৩৫১ সফরসঙ্গী প্রধানমন্ত্রীর
**ভারতীয় ৭ শহীদের স্বজনদের ক্রেস্ট দেবেন প্রধানমন্ত্রী
** গুরুত্বপূর্ণ সফরে শুক্রবার দিল্লি যাচ্ছেন হাসিনা
** মমতা রাজি না হলে কেন্দ্রের সিদ্ধান্তে রফা তিস্তা ইস্যুর
** তিস্তায় কত জল!
** শেখ হাসিনার আগমন ঘিরে নয়াদিল্লিতে সাজ সাজ রব
** শহীদ সম্মাননা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য বাংলায়
** সোনিয়ার সঙ্গে রাহুলও আসছেন হাসিনা সাক্ষাতে
** ‘তিস্তার পানিবণ্টন চুক্তি অসম্ভব নয়’
**তিস্তা চুক্তির বিষয়ে আশাবাদী শেখ হাসিনা