ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

বেনাপোলে উদ্বোধনের অপেক্ষায় কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
বেনাপোলে উদ্বোধনের অপেক্ষায় কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস বেনাপোলে উদ্বোধনের অপেক্ষায় মৈত্রী এক্সপ্রেস

বেনাপোল (যশোর): কলকাতার উদ্দেশে খুলনা স্টেশন ছেড়ে আসা প্রথম যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেস-২ বেনাপোল আন্তর্জাতিক রেলস্টেশনে পৌছেছে। শনিবার (০৮ এপ্রিল) সকাল ৮টা ১০ মিনিটে খুলনা থেকে বেনাপোলের উদ্দেশে যাত্রা শুরু করে ট্রেনটি সকাল ১০টা ৫৫ মিনিটে বেনাপোলে এসে পৌঁছায়।

এদিন নয়াদিল্লি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনা-বেনাপোল-কলকাতা রুটের এই মৈত্রী এক্সপ্রেসের উদ্বোধন করবেন।

বেনাপোল স্টেশন থেকে রেলপথমন্ত্রী মুজিবুল হক এই ভিডিও কনফারেন্সে যোগ দেবেন।

অনুষ্ঠানের পর ট্রেনটি কলকাতা যাবে এবং রোববার (০৯ এপ্রিল) সকাল ৮টা ৫ মিনিটে কলকাতা থেকে খুলনায় ফিরে আসবে।

ট্রেনটির উদ্বোধন উপলক্ষে ইতিমধ্যে বেনাপোল আন্তর্জাতিক রেলস্টেশনে সব ধরনের আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্বোধন শেষে ৩৬ সদস্যের একটি প্রতিনিধি দল মৈত্রী রেলে করে কলকাতায় যাবে।
বেনাপোলে উদ্বোধনের অপেক্ষায় কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস
ফুল ও রঙিন কাপড় দিয়ে সাজানো সাদার মাঝে লাল সবুজ রেখা টানা ৫টি বগির ট্রেনটি খুলনা-যশোর-বেনাপোল-পেট্রাপোল-বনগাঁ হয়ে কলকাতার শিয়ালদহ স্টেশনে পৌঁছাবে।

সংশ্লিষ্টরা বলছেন, আনুষ্ঠানিকভাবে ট্রেনটি চালু হলে খুলনাবাসীর অনেক দিনের স্বপ্নপূরণ হবে। বেনাপোল স্থলবন্দর হয়ে সাড়ে ৩ ঘণ্টায় তারা যেতে পারবেন কলকাতায়। নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে রোগী, পর্যটক, ব্যবসায়ীরা কলকাতায় পৌঁছাতে পারবেন। এতে দুই দেশের আমদানি-রফতানি বাণিজ্যেরও সম্প্রসারণ ঘটবে।

** কলকাতার উদ্দেশে খুলনা ছাড়লো প্রথম যাত্রীবাহী ট্রেন

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
এজেডএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ