এদিন নয়াদিল্লি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনা-বেনাপোল-কলকাতা রুটের এই মৈত্রী এক্সপ্রেসের উদ্বোধন করবেন।
বেনাপোল স্টেশন থেকে রেলপথমন্ত্রী মুজিবুল হক এই ভিডিও কনফারেন্সে যোগ দেবেন।
ট্রেনটির উদ্বোধন উপলক্ষে ইতিমধ্যে বেনাপোল আন্তর্জাতিক রেলস্টেশনে সব ধরনের আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্বোধন শেষে ৩৬ সদস্যের একটি প্রতিনিধি দল মৈত্রী রেলে করে কলকাতায় যাবে।
ফুল ও রঙিন কাপড় দিয়ে সাজানো সাদার মাঝে লাল সবুজ রেখা টানা ৫টি বগির ট্রেনটি খুলনা-যশোর-বেনাপোল-পেট্রাপোল-বনগাঁ হয়ে কলকাতার শিয়ালদহ স্টেশনে পৌঁছাবে।
সংশ্লিষ্টরা বলছেন, আনুষ্ঠানিকভাবে ট্রেনটি চালু হলে খুলনাবাসীর অনেক দিনের স্বপ্নপূরণ হবে। বেনাপোল স্থলবন্দর হয়ে সাড়ে ৩ ঘণ্টায় তারা যেতে পারবেন কলকাতায়। নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে রোগী, পর্যটক, ব্যবসায়ীরা কলকাতায় পৌঁছাতে পারবেন। এতে দুই দেশের আমদানি-রফতানি বাণিজ্যেরও সম্প্রসারণ ঘটবে।
** কলকাতার উদ্দেশে খুলনা ছাড়লো প্রথম যাত্রীবাহী ট্রেন
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
এজেডএইচ/এমজেএফ