শনিবার (৮ এপ্রিল) সকাল ১১টার দিকে পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের চৌপথি বাজারে এ দুর্ঘটনা ঘটে।
সুশীলের বাড়ি একই ইউনিয়নের পুরাতন বোর্ড অফিস সংলগ্ন ঢাকুলা গ্রামে।
হাবড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুজ্জামান সরকার বাংলানিউজকে জানান, সকালে চৌরাস্তা বাজারে ভবানীপুর-আমবাড়ী সড়কের পাশে সুশীল দাঁড়িয়ে ছিলেন। এসময় একটি ট্রাক্টর পেছন থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরো জানান, দুর্ঘটনার পর ট্রাক্টরটি ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এসআই