ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

আলমডাঙ্গায় পাওয়ার টিলারের ধাক্কায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
আলমডাঙ্গায় পাওয়ার টিলারের ধাক্কায় নিহত ১

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পাওয়ার টিলারের (ট্রলি) ধাক্কায় আবু সুফিয়ান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

শনিবার (৮ এপ্রিল) সকালে উপজেলার সোহাগপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আবু সুফিয়ানের বাড়ি উপজেলার পাঁচ কমলাপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আবু সুফিয়ান বাড়ি থেকে বাইসাইকেলে করে আসমানখালী বাজারে যাচ্ছিলেন। পথে সোহাগপুর মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলার তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।  

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন এ তথ্য জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ