শনিবার (৮ এপ্রিল) সকালে উপজেলার সোহাগপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সুফিয়ানের বাড়ি উপজেলার পাঁচ কমলাপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আবু সুফিয়ান বাড়ি থেকে বাইসাইকেলে করে আসমানখালী বাজারে যাচ্ছিলেন। পথে সোহাগপুর মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলার তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এসআই