শনিবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় মৎস্য বিভাগ ও কোস্টাগার্ড যৌথভাবে এ অভিযান চালায়। এ সময় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামানান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের একটি দল অভিযানে নামে। এ সময় মেঘনার রামদাসপুর, ইলিশা, মাঝের চর, তুলাতলী, কাঠির মাথাসহ বিভিন্ন পয়েন্ট থেকে ৩০ হাজার মিটার কারেন্ট জালসহ ২৪ জেলেকে আটক করা হয়।
তিনি আরো জানান, জব্দকৃত জাল পরে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। আর আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।
মার্চ-এপ্রিল দুই মাস ইলিশের অভয়াশ্রম মেঘনা ও তেতুলিয়ার ১৯০ কিলোমিটারের মধ্যে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এসআই