শনিবার (০৮ এপ্রিল) ভোরে জেলার গোদাগাড়ী ও বাঘা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
সকালে বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক শামীম মাসুদ আল ইফতেখার এসব তথ্য জানান।
শামীম মাসুদ আল ইফতেখার বলেন, শনিবার ভোর সাড়ে ৬টার দিকে বিজিবি-১ ব্যাটালিয়নের গোদাগাড়ী সীমান্ত ফাঁড়ির একটি টহল দল উপজেলার সারেংপুর পুলিশপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় এক কেজি হেরোইন জব্দ করে। যার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।
এর আগে ভোর ৫টার দিকে বিজিবির বাঘা উপজেলার আলাইপুর সীমান্ত ফাঁড়ির একটি টহল দল টিকিটিকি পাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ১শ’৭৫ বোতল ফেনসিডিল জব্দ করে। ফেনসিডিলগুলোর আনুমানিক মূল্য প্রায় ৭০ হাজার টাকা।
সীমান্তে উদ্ধার হওয়া মাদকদ্রব্যগুলো বর্তমানে ব্যাটালিয়নের সদর দফতরে জমা দেওয়া হয়েছে। এগুলো পরে জনসম্মুখে ধ্বংস করা হবে বলেও জানান বিজিবির এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এসএস/বিএস