ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

হিজলায় বিদ্যুৎস্প‍ৃষ্ট হয়ে বিজিবি সদস্যের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
হিজলায় বিদ্যুৎস্প‍ৃষ্ট হয়ে বিজিবি সদস্যের মৃত্যু

বরিশাল: ব‌রিশালের হিজলা উপজেলা গুয়াবাড়িয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শহীদুল্লাহ (৬০) নামে বিজিবির অবসরপ্রাপ্ত এক সদস্যের মৃত্যু হয়েছে।

শনিবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

প্রতিবেশী আলতাফ হোসেন জানান, সকালে শহীদুল্লাহ নিজ মুরগির ফার্মে কাজ করছিলেন।

এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আ জা মো. মাসুদুজ্জামান জানান, মো. শহীদুল্লাহর মৃত্যুর খবর শুনেছেন, খোঁজ-খবর নিয়ে মৃত্যুর কারণ জানবেন।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, এ‌প্রিল ০৮, ২০১৭
এমএস/এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ