শনিবার (০৮ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলফাজ কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া এলাকার হাসেন আলীর ছেলে।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, কালিয়াকৈর পল্লীবিদ্যুৎ এলাকার বাসা থেকে মোটরসাইকেলে জয়দেবপুরের কর্মস্থলে যাচ্ছিলেন আলফাজ। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় পৌঁছালে কালিয়াকৈরগামী একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে ট্রাকটি জব্দ বা চালককে আটক করা যায়নি।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
আরএস/এএটি/এএসআর