ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রাকচাপায় পোশাক কারখানার কর্মকর্তা নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
গাজীপুরে ট্রাকচাপায় পোশাক কারখানার কর্মকর্তা নিহত

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ট্রাকচাপায় নিহত হয়েছেন পোশাক কারখানার কর্মকর্তা আলফাজ উদ্দিন (৩২)।

শনিবার (০৮ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলফাজ কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া এলাকার হাসেন আলীর ছেলে।

তিনি জয়দেবপুরের এক্সপেরো অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার সিনিয়র ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সপরিবারে কালিয়াকৈর পল্লীবিদ্যুৎ এলাকায় ভাড়া বাসায় থাকতেন আলফাজ।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, কালিয়াকৈর পল্লীবিদ্যুৎ এলাকার বাসা থেকে মোটরসাইকেলে জয়দেবপুরের কর্মস্থলে যাচ্ছিলেন আলফাজ। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় পৌঁছালে কালিয়াকৈরগামী একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে ট্রাকটি জব্দ বা চালককে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
আরএস/এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ