সৌদি আরবের হারমাইন শরীফাইন অধিদপ্তরের ভাইস প্রেসিডেন্ট ড. শায়খ মুহাম্মদ বিন নাসির আল খুযাইম এবং মসজিদে নববীর ইমাম ও খতিব শাইখ ড. আব্দুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম বিদেশি কোনো নাগরিক হিসেবে প্রথমবারের মতো এ সম্মাননায় ভূষিত হলেন।
এ সময় সাঈদ খোকন বলেন, রাজকীয় সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেকোন সময়ের তুলনায় বেশি।
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের সভাপতি অধ্যাপক মুহাম্মদ মোবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জমঈয়তের উপদেষ্টা সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম. রহমতুল্লাহ, সৌদি ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা শাইখ আব্দুল্লাহ বিন যাইফুল্লাহ আল মুতাইরি, বাংলাদেশে সৌদি দূতাবাসের রিলিজিয়াস এ্যাটাশে শাইখ সুলতান মুহাম্মদ আল আনকারী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এএম/এমজেএফ/আরআই