শুক্রবার (০৮ এপ্রিল) রাতে র্যাব-১১ এর ডিএডি মো. বুলু মিয়া বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি (নং ১৪, তারিখ ০৭/০৪/২০১৭) দায়ের করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আবুল হোসেন এ মামলাটি তদন্ত করবেন বলে পুলিশ জানিয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আবুল হোসেন জানান, গ্রেফতার জঙ্গি সংগঠন জেএমবির আট সদস্যকে শনিবার সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তাদের কিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে।
গত বৃহস্পতিবার (০৬ এপ্রিল) রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত র্যাব-১১ এর একটি দল অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড ও কুমিল্লা এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু জিহাদী বই, বোমা তৈরির সরঞ্জাম হিসেবে তারকাটা, গান পাউডার, ডেটোনেটরসহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ নিহত জঙ্গি তামিম-সারোয়ার গ্রুপের ৮ সদসকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জেএমবি সদস্যরা হলেন- ঢাকার ডেমরা এলাকার মো. জামাল ওরফে রাসেল জিহাদী (৪৫), ঢাকার কদমতলী এলাকার খন্দকার আবু নাঈম ওরফে নাঈম জিহাদী (৪৯), ডেমরা এলাকার নুরুল আবছার (২৭), নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার মহসিন (৫২) ও রূপগঞ্জ এলাকার জাবির হাওলাদার (২২)। পরে তাদের দেওয়া তথ্য মতে কুমিল্লার গৌরিপুর এলাকা থেকে আক্তারুজ্জামান মারুফ (৩২), মাওলানা ওমর ফারুক (৩২) ও কাশেম মুন্সি (৩১) ।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
বিএস