শনিবার (৮ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। সৌরভ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের সেনা সদস্য কিসমত আলীর ছেলে এবং স্থানীয় কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায় সৌরভ। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। এ অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. বজলুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
আরবি/