ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

এ সফর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেবে

মাহমুদ মেনন, হেড অব নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
এ সফর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেবে হায়দ্রবাদ হাউজে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদি

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের ভারত সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেবে উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এ সফরের মাধ্যমে আমরা আরেকটি সোনালি অধ্যায়ের মধ্য দিয়ে গেলাম। যা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্জন, অংশীদারিত্বকে আরও এগিয়ে নেবে।

শনিবার (৮ এপ্রিল) নয়াদিল্লি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মোদি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানাতে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা আমাদের গভীরভাবে ছুঁয়ে গেছে।

আপনার দেশের পক্ষ থেকে দেওয়া এ শ্রদ্ধা শহীদ পরিবারের সদস্যরা মনে রাখবে।

** ভারত আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী
** তিস্তা ‘গুরুত্বপূর্ণ’: মোদি, শিগগির ‘সমাধান’: হাসিনা
** বাংলায় নববর্ষের শুভেচ্ছা জানালেন মোদি
** বাংলাদেশ-ভারত ২২ চুক্তি সই
** ভারতীয় সেনাদের সম্মাননার সিদ্ধান্ত হৃদয় ছুঁয়েছে
** হিন্দিতে বঙ্গবন্ধুর আত্মজীবনীর মোড়ক উন্মোচন 

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এমএমকে/এসএনএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ