ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়া: কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় চাঁদ আলী (৬০) নামে বাইসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

শনিবার (০৮ এপ্রিল) সকালে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের লাহিনী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত চাঁদ আলী কুমারখালী উপজেলার দবির মোল্লা গেট এলাকার বাসিন্দা।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত র্কমকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী বাংলানিউজকে জানান, সকালে বাইসাইকেল করে বাড়ি থেকে কুষ্টিয়া শহরের বড় বাজারের দিকে যাচ্ছিলেন চাঁদ আলী। পথে লাহিনী মোড়ে এলে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক তাকে বহনকারী বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ