শনিবার (৮ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। রোজি ওই গ্রামের মৃত আরিফ শেখের স্ত্রী।
রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উত্তর দৌলতদিয়া পোড়াভিটা গ্রামের রোজির বাড়িতে অভিযান চালানো হয়। এসময় এক লাখ টাকা মূল্যের ১৪০ পুরিয়া হেরোইনসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
আরবি/