শনিবার (০৮ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজাহিদুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সাহাবুদ্দিন, লোকমান, রাশেদ, জিলন, তারেক, ইসমাইল, আলিম, স্বপন, জামাল, সায়েদ, জাকির, জয়নাল, জামাল, সিডু, সোহেল, ফারুক, ইসমাইল, ইমরান, শরীফ, ইব্রাহিম, সোলাইমান, রুবেল, নিজাম ও আনোয়ার।
ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামানান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনার রামদাসপুর, ইলিশা, মাঝের চর, তুলাতলী, কাঠির মাথাসহ বিভিন্ন পয়েন্ট অভিযান চালনো হয়। এসময় ৩০ হাজার মিটার কারেন্ট জালসহ ২৪ জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে বিচারক তাদের কারাদণ্ড ও এক জনকে জরিমানা করেন।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এনটি