ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে দিনব্যাপী লার্নিং অ্যান্ড আনিং মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
নীলফামারীতে দিনব্যাপী লার্নিং অ্যান্ড আনিং মেলা আসাদুজ্জামান নূর

নীলফামারী: নীলফামারীতে দিনব্যাপী লার্নিং অ্যান্ড আনিং মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী ‍অনুষ্ঠানে জেলা প্রশাসক জাকীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- পরিকল্পনা ও উন্নয়ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা।

এ সময় বক্তব্য রাখেন- এল ই ডি পির প্রকল্পের অতিরিক্ত পরিচালক মীর্জা আলী আব্বাস, প্রধান প্রশিক্ষক নিজাম উদ্দিন, নীলফামারী পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ