শনিবার (৮ এপ্রিল) দুপুরে ইউনিয়নটির উত্তর ধরান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন- উত্তর ধরান্দি এলাকার বাসিন্দা মো. কামাল হোসেন হাওলাদার (৩০) ও তার মেয়ে কেয়া মনি (৩)।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, বাবা ও মেয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় উত্তর ধরান্দির লঞ্চঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি মিনি ট্রাক দু’জনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু কেয়া মনি নিহত হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কামালকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বিক্ষুদ্ধ এলাকাবাসী ট্রাক চালক ও হেলপারকে ট্রাকসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
এ ঘটনায় মামলা দায়ের কারার প্রস্তুতি চলছে। বামা-মেয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এমএস/আরআইএস/টিআই