ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে শিক্ষার্থী-অভিভাবকদের জঙ্গি বিরোধী শপথ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে জঙ্গি বিরোধী শপথ নিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ তরিকত ফেডারেশন মহাসচিব ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য লায়ন এম এ আউয়াল।

শনিবার (০৮ এপ্রিল) দুপুরে রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইসলামিয়া আলীম মাদ্রাসা মাঠে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
লক্ষ্মীপুরে জঙ্গি বিরোধী শপথ, ছবি: বাংলানিউজ

ওই মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এম এ মমিন পাটোয়ারীর সভাপতিত্বে শপথ পাঠ অনুষ্ঠানে বক্তব্য রাখেন-  রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটোয়ারী ও সাধারণ সম্পাদক বেলাল আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ