ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

নাজিরপুরে স্বতন্ত্র প্রার্থীর ৩ কার্যালয় ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
নাজিরপুরে স্বতন্ত্র প্রার্থীর ৩ কার্যালয় ভাঙচুর

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নান্না মিয়ার তিনটি নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর নেতাকর্মীরা।

শনিবার (০৮ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ ঘটনা ঘটে।

নান্না মিয়া আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী (স্বতন্ত্র) ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিনের নেতাকর্মীরা কলারদোয়ানিয়া ইউনিয়নের কোকরাকাঠি ব্রিজের কাছে ও চানদকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নান্না মিয়ার নির্বাচনী দু’টি কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে।

এ সময় কলারদোয়ানিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলাউদ্দিন গাউস, উপজেলা যুবলীগের সহসম্পাদক জাহিদ হোসেন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলামসহ ১২ জন আহত হন।

এরপর বিকেলে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী খলনী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নান্না মিয়ার নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে।

নান্না মিয়া বাংলানিউজের কাছে অভিযোগ করেন, আলাউদ্দিনের ছেলে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার আনিসউদ্দিন বাহাদুর। আনিসউদ্দিনের নির্দেশে আলাউদ্দিনের সমর্থকেরা আমার তিনটি নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে ও সমর্থকদের মারপিট করে।

এদিকে, আনিসউদ্দিন বাহাদুর বাংলানিউজকে বলেন, ভাঙচুরের কথা আমি শুনিনি। আমার বাবার নির্বাচন উপলক্ষে ছুটিতে বাড়ি এসেছি।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এনটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ