কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার শামিম হোসেন এর সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, কাফরুলের উত্তর ইব্রাহীমপুর এলাকার আলী আহম্মদ রোড এর ৩৬৯/১ নং টিনসেড বাড়ির খাট থেকে মুখের উপর বালিশ রাখা অবস্থায় সাথীর লাশ উদ্ধার করা হয়।
মৃত সাথীর স্বামীর নাম মো. হেলাল মিয়া। গত এক মাস আগে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে টিনসেড বাসাটি ভাড়া নেয় তারা। ঘটনার পর থেকে স্বামী হেলালকে পাওয়া যাচ্ছে না।
সাথীকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
আরআই