ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
রাজধানীতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক প্রতিকী ছবি

ঢাকা: রাজধানীর কাফরুলে সাথী আক্তার (২৬) নামে এক নারীর লাশ উদ্ধার করছে পুলিশ। শনিবার (৮ এপ্রিল) বেলা ১টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার শামিম হোসেন এর সত্যতা নিশ্চিত করেন।  তিনি জানান, কাফরুলের উত্তর ইব্রাহীমপুর এলাকার আলী আহম্মদ রোড এর ৩৬৯/১ নং টিনসেড বাড়ির খাট থেকে মুখের উপর বালিশ রাখা অবস্থায়  সাথীর লাশ উদ্ধার করা হয়।

মৃত সাথীর স্বামীর নাম মো. হেলাল মিয়া। গত এক মাস আগে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে টিনসেড বাসাটি ভাড়া নেয় তারা। ঘটনার পর থেকে স্বামী হেলালকে পাওয়া যাচ্ছে না।

সাথীকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা,  এপ্রিল ০৮, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ